ঢাকার পুরাতনতম পাঁচ তারকা হোটেল হচ্ছে রুপসী বাংলা হোটেল দীর্ঘদিন এই হোটেলটি শেরাটন হোটেল নামে পরিচিত থাকলেও কিছুদিন আগে ব্যবস্থাপনার হাত বদল হয়ে সরকারী ব্যবস্থাপনায় আসার পর নাম পরিবর্তন ঘটে।
অবস্থান
হোটেলটির অবস্থান বেশ আকর্ষণীয় এবং কিছুটা অভিজাত এলাকায় বলা যায়। কাছেই বিখ্যাত রমনা পার্ক এবং জাতীয় জাদুঘর। প্রধানমন্ত্রীর কার্যালয়, শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বসুন্ধরা সিটি শপিং সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও বেশি দূরে নয়। এছাড়া হোটেলটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থাপনা ও স্থান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে মাত্র ১৬ কিঃ মিঃ দূরে অবস্থিত। শাহবাগ মোড় থেকে ৫০০ গজ উত্তর দিকে এগিয়ে পূর্ব পাশে হোটেলটি অবস্থিত।
ঠিকানা
১, মিন্টু রোড, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন- ৮৩৩০০০১
ফ্যাক্স- ৮৩১২৯৭৫
ই-মেইল- sales@ruposhibangla.com
ওয়েব সাইট- www.ruposhibangla.com
চিঠি লেখার ঠিকানা
জিপি ও বক্স নং- ১, ঢাকা-১০০০, বাংলাদেশ।
বিভিন্ন ধরনের সম্মেলন, সভা, প্রদর্শনী, ভোজ সভা, ঘরোয়া ভোজন, বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে আন্তর্জাতিক সেমিনার আয়োজনের সুযোগ রয়েছে হোটেলটিতে। বড় আয়োজনের জন্য রয়েছে ‘উইন্টার গার্ডেন’ এবং ‘গ্র্যান্ড বলরুম’ যা সম্মেলন, প্রদর্শনী, মেলা ইত্যাদি আয়োজনের জন্য আদর্শ। এছাড়া রয়েছে বিভিন্ন সুবিধা সম্পন্ন মিটিং রুম, বকুল চামেলী, পলাশ, শিমুল এবং মার্বেল রুম। আরও রয়েছে অভিজাত বোর্ড রুম ডালিয়া।
অনলাইন বুকিং
www.ruposhibanglahotel.com সাইটে গিয়ে নাম সহ কিছু সাধারণ তথ্য প্রদানের মাধ্যমে বুকিং দেয়া সম্ভব। এক্ষেত্রে ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়।
ভেতরের দোকান
হোটেলের ভেতরেই কেনাকাটার জন্য দোকান আছে। সেই সাথে আছে উপহার সামগ্রী এবং চিত্রকর্মের জন্য আলাদা দোকান।
বেড
কিং এবং কুইন সাইজ বেডের পাশাপাশির রোল অ্যাওয়ে বেড রয়েছে। এছাড়া রয়েছে শিশু বিছানার ব্যবস্থা। হোটেল কক্ষে চা-কফি বানানোর সুবিধা থাকছে। সে সাথে রেফ্রিজারটর, মাইক্রোওয়েভ ওভেন এবং মিনিবার সুবিধাও রয়েছে।
প্রত্যেক তলায় ফায়ার এলার্ম, ধোঁয়া সনাক্তকরণ যন্ত্র এবং অগ্নিকান্ডের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পানি ছুঁড়ে দেবার ব্যবস্থা আছে। সে সাথে নিরাপত্তার জন্য কক্ষগুলোতে ইলেক্ট্রনিক লকের ব্যবস্থা আছে।
বিনোদনের জন্য
এল সি ডি/ এল ই ডি টেলিভিশনে স্যাটেলাইট চ্যানেল উপভোগের সুযোগ রয়েছে।
হোটেলের উম্মুক্ত স্থানে এবং সভাকক্ষগুলোয় ওয়াইফাই ইন্টারনেট সুবিধা আছে। আর প্রত্যেক অতিথির কক্ষে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও রয়েছে।
হোটেলের অভ্যন্তরীন রেষ্টুরেন্ট ও লাউঞ্চ
দি ভিন্টেজ রেষ্টুরেন্ট
সময়সূচী – সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)।
স্পেশালিটি লাউঞ্জ
চা-কফি এবং হালকা খাবার।
সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে।
দি লবি ক্যাফে
সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে।
বীথিকা
খাবার- স্থানীয় এবং আন্তর্জাতিক।
সকাল ৬.৩০ মিনিট থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকে।
বার
খাবার: বার মেন্যু
বিকাল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বন্ধ।
আর্টিয়াম লাউঞ্জ
খাবার: চা-কফি, হালকা খাবার এবং বার মেন্যু।
সকাল ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকে।
ইতালীয় বার
খাবার: ইতালীয় খাবার
সকাল ১০ টা থেকে রাত ১০ টা খোলা থাকে।
ভোজসভা আয়োজন
ভোজসভা আয়োজনের ক্ষেত্রে ইন্টারনেট সেবা, ভিডিও কনফারেন্স সুবিধা, সভার জন্য মাইক্রোফোন, এলসিডি প্রোজেক্টরসহ অডিও ভিজ্যুয়াল বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা করা হয়। অবশ্য এই সুবিধা পেতে হলে অন্তত ২৪ ঘন্টা আগে জানাতে হয়।
উন্টার গার্ডেন
‘উন্টার গার্ডেন’ রুপসী বাংলা হোটেলের বৃহত্তম হলরুম, ৯৬০০ বর্গফুট আয়তনের এই রুমে ১০০০ লোকের স্থান সংকুলান করা যায়। আর ভোজসভা ঢঙে ৫০০ লোকের স্থান সংকুলান করা যায়।
গ্রান্ড বলরুম
৩৮০০ বর্গফুটের এই হল রুমে সভা আয়োজন করতে গেলে ৪০০ লোকের স্থান সংকুলান করা যায়। আর ভোজ সভা ঢঙে ২৫০ জনের স্থান সংকুলান করা যায়। আর সামনে অতিরিক্ত ১১৯০ বর্গফুট জায়গা আছে। যেখানে প্রদর্শনী বা অন্য আয়োজন করা যায়।
টপ অব দি পার্ক
ক্ষুদ্র পরিসরে সভা বা আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য এটি আদর্শ। সম্মেলন ঢঙে ৫০ জন এবং ভোজসভা ঢঙে ৪০ জন পর্যন্ত বসতে পারে এখানে।
চ্যামেলী
পশ্চিমাংশে অবস্থিত এই কনফারেন্স কক্ষে ভোজসভা ঢঙে ৫০ জন বসতে পারে।
বকুল
পশ্চিমাংশে অবস্থিত আরেকটি কনফারেন্স সেন্টার হচ্ছে বকুল যেখানে ১০৬ জন থিয়েটার ঢঙে বসতে পারে।
পলাশ এবং শিমুল
এই দুটি কক্ষের যেকোনটিতে ৩৪ জন লোকের সভা আয়োজন করা যায়।
ডালিয়া
২২ জন লোক বসার সুবিধা রয়েছে। বেশ প্রশস্ত এই বোর্ডরুমে।
মার্বেল রুম
মার্বেলের মেঝে এবং ঝাড়বাতির আলোয় মনোরম পরিবেশে সম্মেলন কিংবা ভোজ সভা আয়োজনের জন্য এটি উত্তম। থিয়েটার ঢঙে ১৫০ জন এবং ভোজসভা ঢঙে ৯০ জন বসতে পারে এখানে।
খাবার
আমদানীকৃত গরুর মাংস, পোলট্রি, সামুদ্রিক খাবার, ওয়াইন, বিয়ার, স্পিরিটসহ বিভিন্ন আকর্ষন রয়েছে এখানকার মেন্যুতে। গুরুত্বপূর্ন খেলাসমূহ দলবেঁধে উপভোগের জন্য রয়েছে বড় পর্দার ব্যবস্থা আছে। আর পুরো এলাকাটিতে ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থা আছে।
সুবিধা
অনুবাদক সেবা, সেক্রেটারিয়াল সেবা, এটিএম মেশিন, ফটোকপি, প্রিন্ট আউট নেয়া, মুদ্রা বিনিময়, কম্পিউটার ভাড়া ইত্যাদি দিয়ে থাকে হোটেল কর্তৃপক্ষ। লন্ড্রি, ড্রাই ক্লিনিং, সংবাদপত্র, মেডিকেল সুবিধা আছে। ফ্রন্ট ডেস্ক ২৪ ঘন্টা চালু থাকে। ২৪ ঘন্টা নিচ্ছিদ্র নিরাপত্তা দেয়া হয়। আর লকার সুবিধাও এবং দ্রুত চেক ইন ও চেক আউট সুবিধা দেয়া হয়।
পরিবহন
বিমান বন্দরে আসা-যাওয়ার জন্য শাটল সার্ভিস পাওয়া যায়। আর গাড়ি ভাড়া এবং লিমুজিন সুবিধাও থাকছে। যারা নিজেই গাড়ি চালান তাদের জন্য গাড়ি পার্কিং সুবিধা রয়েছে। স্কোয়াশ, টেবিল টেনিস, লন টেনিস, আউটডোর পুল, স্টীম বাথ, ব্যায়ামাগার ইত্যাদি সুবিধা আছে।
বিমানবন্দরে...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের ৩য় তলায়ও হোটেলটির পক্ষ থেকে কিছু বিশেষ ব্যবস্থা করা হয়। সেখানকার মনোরম পরিবেশ বিশ্রামের পাশাপাশি চা-কফি, হালকা খাবার, কেবল টিভি, বাথরুম আন্তর্জাতিক পত্রিকা –ম্যাগাজিন ইত্যাদির পাশাপাশি এ্যালকোহলিক পানীয়ের ব্যবস্থাও আছে।
No comments:
Post a Comment